সন্তান দত্তক নিতে পারবেন ভারতীয় মুসলিমরা

  • sahin rahman
  • February 19, 2014
  • Comments Off on সন্তান দত্তক নিতে পারবেন ভারতীয় মুসলিমরা

dottokএখন থেকে ভারতীয় মুসলিমরা চাইলেই সন্তান দত্তক নিতে পারবেন। বুধবার দেশটির উচ্চ আদালত এ সম্পর্কিত একটি রায় দিয়েছেন।

ওই রায়ের বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এতোদিন ধরে ইসলামী শরীয়াহ অনুযায়ী যে কোনো মুসলমান নারী বা পুরুষ অথবা কোনো দম্পতি সন্তান দত্তক নিতে পারতেন না। কিন্তু সেই নিষেধাজ্ঞা এবার প্রত্যাহার করে নিয়েছে দেশটির আদালত। এর ফলে এখন থেকে চাইলেই যে কোনো দম্পতি বা কোনো নারী বা পুরুষ সন্তান দত্তক নিতে পারবেন। বুধবার ভারত সংবিধানের ৪৪ ধারা মোতাবেক এ রায় দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, সন্তান দত্তক নেওয়ার ক্ষেত্রে সবার অধিকার আছে। এই মৌলিক অধিকারকে কেউ ক্ষুন্ন করতে পারে না। যদিও ইসলামি শরীয়াহ আইনে সন্তান দপ্তকের কোনো বিধান নেই। তারপরেও এক্ষেত্র আর কোনো বাধা রইল না।  এখন থেকে ভারতীয় মুসলিমরা চাইলেই সন্তান দত্তক নিতে পারবেন।

উল্লেখ্য, দীর্ঘ ৮ বছর ধরে এ সংক্রান্ত মামলাটি চলে আসছিল।

এস রহমান/