লুজারের শীর্ষে সমতা লেদার কমপ্লেক্স

  • mukto rani
  • February 19, 2014
  • Comments Off on লুজারের শীর্ষে সমতা লেদার কমপ্লেক্স
Samota

Samotaবুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজারের শীর্ষে চলে এসেছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। এই শেয়ারের দর কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ০৮ শতাংশ।

এছাড়া তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে জিল বাংলা সুগার মিলস লিমিটেড। দর অপরিবর্তিত রয়েছে এই শেয়ারের।

আর জিমনী সী ফুড লিমিটেডের শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ১ দশমিক ৪৯ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে চলে এসেছে।

চতুর্থ স্থানে থাকা লিবরা ইনফিউশনের ৬ টাকা ৬০ পয়সা বা ১ দশমিক ৩৭ শতাংশ, পঞ্চম স্থানে থাকা ১ম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ২৫ টাকা বা ২ দশমিক ৮৬ শতাংশ, ষষ্ঠ স্থানে থাকা এসিআই ফর্মোলেশনস লিমিটেডের ৩ টাকা ৩০ পয়সা বা ৩ দশমিক ৬৭ শতাংশ, সপ্তম স্থানে থাকা মুন্নু জুট স্টাফলার্সের ৫ টাকা ৯০ পয়সা বা ১ দশমিক ৮৪ শতাংশ, অষ্টম স্থানে থাকা মাইডাস ফাইন্যান্সের ১ টাকা ১০ পয়সা বা ৩ দশমিক ৬১ শতাংশ, নবম স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটালের ৫০ পয়সা বা ১ দশমিক ৬৯ শতাংশ এবং দশম স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪০ পয়সা বা ৪ শতাংশ শেয়ার দর কমেছে।

এমআরবি/