নূরজাহান ও এস এ গ্রুপের চার কর্ণধারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • Emad Buppy
  • February 18, 2014
  • Comments Off on নূরজাহান ও এস এ গ্রুপের চার কর্ণধারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Arrest

Arrestব্যাংকের  দায়ের করা  ১২৯ কোটি টাকার চেক প্রতারণা মামলায় নূরজাহান ও এস এ গ্রুপের চার কর্ণধারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রাম আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমান এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

চার শিল্পপতিরা হলেন- নূরজাহান গ্রুপের মেরিন ভেজিটেবল অয়েল লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জহির আহম্মদ এবং তার ভাই একই প্রতিষ্ঠানে পরিচালক ও একই গ্রুপের মেসার্স জাসমিয়া ভেজিটেবল অয়েল লিমিটেডের চেয়ারম্যান টিপু সুলতান।

এছাড়া আরেক গ্রুপ অব কোম্পানি এস এ গ্রুপের সামান্নাজ সুপার অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাবদ্দিন আলম ও তার স্ত্রী একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইয়াসমিন আলম। এদের প্রত্যেকের  বিরুদ্ধে আলাদাভাবে ৩টি করে মামলা ছিল বলে জানান ওই আদালতের বেঞ্জ সহকারী মো. ওমর ফুয়াদ।

আদালত সূত্রে জানা যায়,  এস এ গ্রুপ ঋণ পরিশোধের জন্য ঢাকা ব্যাংকের অনুকূলে ৪৯ কোটি ১০ লাখ টাকার চেক এবং কমার্স ব্যাংকের অনুকূলে ২৪ কোটি ৯৫ লাখ ৫ হাজার টাকার দুটি চেক প্রদান করে। চেকগুলো সংশ্লিষ্ট ব্যাংক ও অপর্যাপ্ত তহবিলের জন্য চেকগুলো ডিজঅনার হয়। পরবর্তীতে ব্যাংক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে জানানো এবং দু’দফায় লিগ্যাল নোটিশ দেওয়া হলেও প্রতিষ্ঠান থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

২০১৩ সালের ৪ জুলাই অগ্রণী ব্যাংকের আগ্রাবাদ শাখার সিনিয়র অফিসার সুলতান আহমেদ বাদী হয়ে নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এর ১৩৮ ও ১৪০ ধারায় মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন। মামলায় শাহাবুদ্দিন ও তার স্ত্রীকে আসামি করা হয়।

নূরজাহান গ্রুপের মেরিন ভেজিটেবল অয়েল লিমিটেডের নামে কমার্স ব্যাংকের ৫৫ কোটি টাকা ঋণ নেওয়া হয। এ ঋণ পরিশোধের অংশ হিসেবে মার্কেন্টাইল ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় চেক দিলে তা পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় ডিজঅনার হয়। এরপর কয়েক দফা লিগ্যাল নোটিশ দেওয়ার পরও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে কোনো সাড়া না পেয়ে আগ্রাবাদ কর্পোরেট শাখার অফিসার মোশাররফ হোসেন বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেন।

মোশাররফ হোসেন জানান, এস এ গ্রুপের এমডি শাহাবুদ্দিন  দম্পতির বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলায় অভিযোগ গঠনের শুনানির সময় নির্ধারিত ছিল গতকাল সোমবার। আর নূরজাহান গ্রপের দুই কর্ণধারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর শুনানি আজ মঙ্গলবার নির্ধারণ করা হলেও অভিযুক্তরা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আগামি ৫ মার্চ অভিযোগ গঠনের পরবর্তী সময় নির্ধারণ করেছেন বলে জানান তিনি।