
ঝিনাইদহের কালীগঞ্জে মালবাহি ট্রেন লাইনচ্যুত হওয়ায়, দীর্ঘ ১১ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনা-ঈশ্বরদী রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল বিকাল ৫টার দিকে কালীগঞ্জের মোবারকগঞ্জ স্টেশনের পাশে সারবোঝাই একটি মালবাহি ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনটি খুলনা থেকে ঈশ্বরদী যাচ্ছিল।
মোবারকগঞ্জ রেলস্টেশন মাস্টার ফজলুর রহমান জানান, মালবাহি ট্রেনটি কালীগঞ্জ স্টেশন পার হওয়ার পরপরই ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়।
ট্রেনটি উদ্ধার করার জন্য খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এর আগে খুলনা-ঈশ্বরদী রুটে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ ছিল।
কেএফ