রোমের পথে ইথিওপিয়ার বিমান ছিনতাই

biman

bimanআদ্দিস আবাবা থেকে রোমে যাওয়ার পথে ইথিওপিয়ার একটি বিমান ছিনতাই হয়েছে। ছিনতাইয়ের পর এটি জেনেভা বিমান বন্দরে অবতরণ করেছে বলে জানায় পুলিশ। সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সুইজারল্যান্ড পুলিশ জানিয়েছে, এসময় বিমানটিতে ২০০ জন যাত্রী ছিল। তারা সবাই নিরাপদে আছে বলে জানায় তারা।

প্রতিবেদনে বলা হয়, ফ্লাইট-৭০২-এ বিমানটি গ্রীনিচ সময় ২১ টা ৩০ মিনিটে  আদ্দিস আবাবা ছেড়ে যায় ।এটি ৩ ঘণ্টা ১০ মিনিট পর রোমে পৌছানোর কথা।  ছিনতাই হওয়া বিমানে যাত্রীদের সাথে মালামালও ছিল বলে জানায় পুলিশ।

সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের মুখপাত্র বার্টরান্ড স্টেমলি বলেছেন, ইটি ৭০২ নামের বিমানটি জেনেভা বিমানবন্দরে অবতরণ করেছে। ছিনতাইকারীদের মধ্যে একজন পুলিশের জিম্মায় রয়েছে। বর্তমানে বিমানবন্দরটিতে বিমান চলাচল বন্ধ রয়েছে।

এস রহমান/