ভিয়েতনামে বিক্ষোভ দমাতে নাচ-গান এবং শরীরচর্চা

  • syed baker
  • February 17, 2014
  • Comments Off on ভিয়েতনামে বিক্ষোভ দমাতে নাচ-গান এবং শরীরচর্চা
vietnam

vietnamআন্দোলন দমনে পীড়নের দিন শেষ। তাই বিক্ষোভকারীদের রুখতে ভিন্ন পথ বেছে নিয়েছে ভিয়েতনাম সরকার। রবিবার চীন-বিরোধীদের আটকাতে রাজধানী হ্যানয়ে বিক্ষোভস্থলে বলরুম ড্যান্স এবং এরোবিক ক্লাসের আয়োজন করেছে দেশটির সরকার। খবর এপি বার্তা সংস্থার।

ওই দিন ছিল চীন-ভিয়েতনাম সীমান্ত যুদ্ধের ৩৫তম বার্ষিকী। এই উপলক্ষে হ্যানয়ের লি থাই টো ভাস্কর্যের সামনে জড়ো হওয়ার সিদ্ধান্ত নেয় চীন বিরোধীরা। কিন্তু সেখানে পৌঁছে চোখ ছানা-বড়া হয়ে যায় তাদের। ভাস্কর্য এবং এর আশেপাশের এলাকায় বলরুম ড্যান্স এবং এরোবিক ক্লাস চলছে পুরোদমে।

আন্দোলনকারীদের অভিযোগ, ক্ষমতাসীন সরকার ঘনিষ্ঠতম মিত্র চীনের বিরোধিতা রুখতেই বিক্ষোভ দমাতে এই অভিনব কৌশলের আশ্রয় নিয়েছে। সাদা পোশাকে সরকারি বাহিনীর সদস্যরাই অংশ নিয়েছেন বলরুম ড্যান্স এবং এরোবিকের ক্লাসে।

তারা আরও জানান, সমাবেশে অংশগ্রহণকারীদের বক্তব্য অস্পষ্ট করার লক্ষ্যে বাজনাও বাজানো হয়েছে বেশ উচ্চ শব্দে।

অভিনব কৌশলের মাধ্যমে আন্দোলন দমন অবশ্য ভিয়েতনাম সরকারের নতুন কীর্তি নয়। গত বছর এই ধরনের এক সমাবেশ দমাতে বৃদ্ধ মহিলাদের রাস্তায় জড়ো করে পথ আটকে দিয়েছিল ভিয়েতনাম সরকার।