বাংলাদেশ- শ্রীলঙ্কার ১ম ম্যাচ ৪৩ ওভারে

Bangladesh + srilanka cricket logo
Bangladesh + srilanka cricket logoবৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়ায় বাংলাদেশ- শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ১ম ম্যাচে খেলা হবে ৪৩ ওভারে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে অধিনায়ক মুশফিকুর রহিম।
এর আগে বেলা দুইটায় মাঠ পর্যবেক্ষণের পর দুই আম্পায়ার খেলা শুরু করার সিদ্ধান্ত নেন। খেলা শুরু হবে বেলা পৌনে তিনটায়। উভয় দল ৪৩ ওভার করে খেলার সুযোগ পাবে। সে ক্ষেত্রে প্রথম পাওয়ার প্লে হবে ৯ ওভার, পরের পাওয়ার প্লে হবে ৪ ওভার।