প্রয়োজনে নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে

  • Emad Buppy
  • February 17, 2014
  • Comments Off on প্রয়োজনে নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে
shahnewaz

shahnewazউপজেলা নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে কোনো প্রকার গাফিলতি করলে প্রয়োজনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।

সোমবার দুপুরে শেরে বাংলা নগরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শাহ নেওয়াজ বলেন, কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে, সুনির্দিষ্টভাবে রিটার্নিং কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দিতে হবে। কারণ তারাই অভিযোগ গ্রহণের উপযুক্ত ব্যক্তি।

তিনি আরও বলেন, প্রথম ধাপে নির্বাচন হওয়া ৯৭ উপজেলায় আজ রাত থেকে সকল প্রকার নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে।

“গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীদের মাঠ পর্যায় থেকে দেওয়া তথ্য অনুযায়ী উপজেলা নির্বাচনে কোনো সহিংসতার আশংকা নেই। তাছাড়া যদিও এটি নির্দলীয় নির্বাচন, তবুও পেছন থেকে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীদের সমর্থন দিয়ে যাচ্ছে। তাই এ নির্বাচনে সহিংস ঘটনা ঘটার সম্ভাবনা নেই বলে মনে করছেন কমিশন।”

ভোটাররা যেনো নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য সার্বক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে বলে জানান তিনি।

এইচকেবি/কেএফ