ব্লু মার্লিনের হাত থেকে প্রাণ বাঁচাতে উপায়ান্তর না দেখে এমন অভূতপূর্ব উচ্চ লাফটি দিয়েছে এক ডলফিন। তবে তাতে শেষরক্ষা হয়েছে কিনা জানা যায়নি। অনভিপ্রেতভাবেই এই দুর্লভ মুহূর্তটি ক্যামেরা বন্দী করেছেন কোস্টারিকার এক জেলে।