
উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির দলীয় প্রার্থী ঘোষনা করা হয়েছে।
সোমবার বিকালে কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ একে একরামুজ্জামান সুখনের বাস ভবনে উপজেলা বিএনপি’র কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রার্থী ঘোষনা করেন।
এতে উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোকর্ণ ইউপি চেয়ারম্যান এম এ হান্নান, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাতলপাড় ইউপির সাবেক চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লুৎফুর নাহার পাপ্পি।
সাকি/