ডেল্টার লাইফ ফান্ড বেড়েছে ৩৬ কোটি টাকা

  • mukto rani
  • February 17, 2014
  • Comments Off on ডেল্টার লাইফ ফান্ড বেড়েছে ৩৬ কোটি টাকা
Delta Life

Delta Lifeপুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফের লাইফ ফান্ড বেড়েছে ৩৬ কোটি ৭৩ লাখ টাকা। কোম্পানিটির আগের বছর একই সময়ে লাইফ ফান্ড ছিল ৭৮ কোটি ৯৩ লাখ টাকা। কোম্পানির তৃতীয় প্রান্তিকের (জুলাই১৩-সেপ্টেম্বর১৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এই তথ্য জানা যায়।

কোম্পানিটির গত নয় মাসে (জানুয়ারি১৩-সেপ্টেম্বর১৩) লাইফ ফান্ড বেড়েছে ২১৭ কোটি ২৫ লাখ টাকা। আগের বছর নয় মাসে ফান্ড ছিল ২৩৭ কোটি ৪০ হাজার টাকা।

৩০ সেপ্টেম্বর ২০১৩ কোম্পানির মোট লাইফ ফান্ড দাঁড়ায় ২ হাজার ৮৫০ কোটি ৪০ লাখ টাকা। তবে ৩০ সেপ্টেম্বর ২০১২ তে লাইফ ফান্ড ছিল ২ হাজার ৫৬৫ কোটি ২০ লাখ টাকা।

এমআরবি/