
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকায় নেমে এসেছে বহুজাতিক কোম্পানি গ্লাক্সোস্মিথ ক্লাইন বাংলাদেশ লিমিটেডের শেয়ার । সোমবার কোম্পানিটির শেয়ার দর ৩৭ টাকা ১০ পয়সা বা ৩ দশমিক ২৬ শতাংশ কমে লুজারের নবম স্থানে ছিল।
এদিন কোম্পনিটির শেয়ার ১ হাজার ৯০ টাকা থেকে এগারশ টাকা পর্যন্ত উঠানামা করে। কোম্পানিটির ২৫০ টি শেয়ার মাত্র ২ বার হাতবদল হয়।যার বাজার মূল্য ছিল ১ হাজার ৩৬৯ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা। গত এক বছরে কোম্পানিটির দর বেড়েছে ৪৭০ টাকা থেকে ১ হাজার ১৭৮ টাকা পর্যন্ত।
এছাড়া লুজারের তালিকায় থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে শ্যামপুর সুগার মিলসের ৯ দশমিক ৫২ শতাংশ, ম্যাকসন স্পিনিংয়ের ৮ দশমিক ৩৭ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৬ দশমিক ২৫ শতাংশ, আরএকে সিরামিকের ৫ দশমিক ৪৪ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৪ দশমিক ৫৪ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৪ দশমিক ৪১ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৪ দশমিক ৫ শতাংশ, আইসিবি ইসলামী মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ৩ শতাংশ এবং আজিজ পাইপসের ৩ দশমিক ৭০ শতাংশ শেয়ার দর কমেছে।
এসএ/এমআরবি/