
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঐতিহ্যবাহী মোসলেমগঞ্জ (নতুন) বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন দীর্ঘ ১২ বছর পর গতকাল সোমবার উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে।
নির্বাচনে সভাপতি পদে এম.তবিবুর রহমান জীবন, হারিকেন প্রতিকে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন মো. মনির হোসেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হন মো. আলমগীর কবির, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে মো. সেলিম মিয়া। সদস্য পদে মো. জসিম উদ্দিন চৌধুরী, মো. বাছির মিয়া ও মো. হিরন মিয়া নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. শাহিন আলম, অর্থসম্পাদক পদে মো. টিপু সুলতান নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন কসবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
সাকি/