সোমবার ৯৭ উপজেলায় সেনা মোতায়েন

সেনা টহল

সেনা টহলআগামিকাল সোমবার থেকে দেশের ৯৭টি উপজেলায় সেনা মোতায়েন থাকবে। দশম জাতীয় সংসদ নির্বাচনে যে সহিংসতা হয়েছিল তার পুনারাবৃত্তি রোধ করার জন্য নির্বাচন কমিশন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী উপ-সচিব মো. ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন ।

কমিশন সূত্রে জানা যায়, দেশের ৯৭টি উপজেলা পরিষদ নির্বাচনের আগের ২ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী ২ দিন মিলিয়ে মোট ৫দিন সেনা সদস্যরা মাঠে থাকবে ।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন(ইসি) আইন শৃংখলা বাহিনীর সাথে বৈঠক করেছিল। সে বৈঠকে সিদ্ধান্ত হয় উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে।

সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে সংশ্লিষ্ট উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যে কোন ধরনের নাশকতা প্রতিহত করতে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা সদস্যরা মাঠে থাকবেন ।

এইচকেবি/