পঞ্চম দফার তফসিল চলতি সপ্তাহে: শাহ নেওয়াজ

shanewaz

shanewazনির্বাচন কমিশন চলতি সপ্তাহে পঞ্চম দফায় উপজেলা নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।

রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চলতি সপ্তাহে তফসিল দিয়ে মার্চে উপজেলা নির্বাচন শেষ করা হবে। সমান্য কিছু বাকি থাকলে এইচএসসি পরীক্ষার পর সেগুলো করা হবে।

নির্বাচনে সেনা  মোতায়েনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের আগে ও পরে মোট ৫দিন সেনা মোতায়েন থাকবে।

আইন শৃংখলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন,  উপজেলাগুলোতে আইন শৃংখলা ভাল। এখন পর্যন্ত কোনো সহিংসতা হয়নি। গোয়েন্দা বাহিনীর তথ্য অনুযায়ী আমরা আশা করছি কোনো সহিংসতা হবে না।

ঝুকিপূর্ণ কেন্দ্র সম্পর্কে জানতে চাইলে শাহ নেওয়াজ বলেন, উপজেলাগুলোতে ঝুকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাদের আমরা নির্দেশ  দিয়েছি।

বিভিন্ন উপজেলায় আচরণবিধি লংঘনের অভিযোগ এবং বিএনপি প্রার্থীদের হয়রানির বিষয়ে তিনি বলেন, অনেক রাজনৈতিক বক্তব্য আসছে। আমরা তাদের বলেছি সুনির্দিষ্টভাবে রিটার্নিং কর্মকর্তাদের কাছে অভিযোগ করতে।

এইচকেবি/