
কেরানীগঞ্জ থানায় বিস্ফোরক আইনে দায়ের করা ৪ মামলায় অভিযুক্ত বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানের জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোবার সকাল ১১টায় হরতাল অবরোধের সময় দায়ের করা চারটি মামলায় তার জামিনের জন্য আবেদন করেন আসামিপক্ষের আইনজীবি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন।
ঢাকার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়বুল হাসান উজ্জ্বল শুনানি শেষে চারটি মামলায়ই তার জামিন আবেদন নাকচ করে দেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল বলেন- মামলাগুলো বিস্ফোরক, গাড়ি ভাঙচুর ও হরতালের নাশকতার অভিযোগে গত নভেম্বরের বিভিন্ন সময় কেরাণীগঞ্জ থানায় দায়ের করা হয়েছিল। তবে মামলার ধারাগুলো অ-জামিনযোগ্য হওয়ায় ম্যাজিস্ট্রেট এ জামিনগুলো না-মঞ্জুর করে দেন।
এমআর