এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) কি?

asian clearing union

asian clearing unionএশিয়ার কিছু দেশের কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে গড়ে উঠা লেনদেন নিষ্পন্ন সংস্থা। সদস্য দেশগুলোর মধ্যে সহজে লেনদেন নিষ্পন্ন করার তাগিদ থেকে ১৯৭৪ সালে এ সংস্থা গড়ে তোলা হয়।প্রতিষ্ঠাকালে এর সদস্য সংখ্যা ছিল ৬ টি। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্যগুলো হচ্ছে-বাংলাদেশ ব্যাংক,রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (ভারত), সেন্ট্রাল ব্যাংক অফ দ্যা ইসলামিক রিপাবলিক অফ ইরান,নেপাল রাষ্ট্র ব্যাংক, স্টেট ব্যাংক অব পাকিস্তান,সেন্ট্রাল ব্যাংক অফ শ্রীলংকা।১৯৭৭ সালে সেন্ট্রাল ব্যাংক অব মায়ানমার,১৯৯৯ সালে রয়্যাল মনিটারি অথরিটি অফ ভুটান এব্ং ২০০৯ সালে মালদ্বীপ রয়্যাল মনিটারি অথরিটি সংস্থাটিতে যোগ দেয়।

সূত্র: পুঁজিবাজার শব্দকোষ