১৫ হাজার কর্মী ছাঁটাই করবে আইবিএম

IBM

IBMবিশ্ব জুড়ে ১৫,০০০ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএম। ভারতের ব্যাঙ্গালোর থেকেই কর্মী  ছাঁটাই শুরু করবে বলে জানিয়েছে তারা। এছাড়া  ব্রাজিল এবং ইউরোপ থেকেও কর্মী ছাঁটাই করা হবে। শনিবার দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

আইবিএম ভারতের এক মুখপাত্র লি কনরাড  বলেছেন, কোম্পানিটির পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলা, ভোক্তাদের চাহিদা মেটানো ও তথ্যপ্রযুক্তির কথা চিন্তা করে কর্মী ছাঁটাইয়ের এমন সিদ্ধান্ত  নিয়েছেন তারা।

আইবিএমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়,  সারা বিশ্বে আইবিএমের মোট ৪ লক্ষ কর্মীর মধ্যে লক্ষাধিক কর্মী রয়েছে শুধু ভারতেই। তবে কোথায় কত কর্মী ছাঁটাই হবে সে ব্যাপারে এখনও কিছু না জানানো হলেও, মনে করা হচ্ছে, সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতেই। শুক্রবার ব্যাঙ্গালোরে সংস্থার ৫০ জন কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ দেয়া হয়েছে কোম্পানি থেকে।

এর আগে গত মাসে আইবিএম বলেছিল, সার্ভার ও স্টোরেজ বিক্রি কমে যাওয়ার দরুন শীর্ষ কর্তারা বোনাস পাবেন না এবং ১০০ কোটি টাকা পুনর্গঠনের ব্যাপারে ২০১৪ সালের প্রথম ত্রৈমাসিকেই সিদ্ধান্ত নেবে সংস্থা৷

এস রহমান/