
বর্তমান সরকারের মন্ত্রিত্ব না নিলেই ভালো হতো বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর বনানী বিদ্যা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির অবস্থান নিয়ে সকলের মতো আমার মনেও সংশয় রয়েছে।তবে তিনি বলেন, বিরোধী দল হিসেবে জাপার উচিত সরকারের গঠনমূলক সমালোচনা করা। এতে সরকার উপকৃত হবে, জাতি ভালো কিছু পাবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে আমি দেশের বাইরে ঘুরবো এবং দেশের উন্নয়নে কাজ করে যাব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদীয় কমিটিতে আমি থাকবো না তবে দলের অন্যরা থাকবেন।
এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ বশির উদ্দিন।
কেএফ