
মোশাররফ-জুঁই এর তিন বছরের ভালোবাসার সংসারে একমাত্র অপূর্ণতা হলো সন্তান। তাদের কোনো সন্তান নেই। এ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে জানা যায় মোশাররফ কখনো বাবা হতে পারবেন না। বিষয়টা জানার পর স্ত্রী যদি তাকে ছেড়ে চলে যায় এই ভয়ে মিথ্যার আশ্রয় নেন মোশাররফ। চিকিৎসক বন্ধুর সাহায্য নিয়ে নকল রিপোর্ট তৈরি করে দেখান যে সমস্যাটা আসলে তার না, স্ত্রীর। তিনি কখনো মা হতে পারবেন না। বিষয়টা জানার পর স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েন। তবে স্বামীকে সেটা বুঝতে দেন না তিনি। এদিকে, স্ত্রীর দুঃখ এবং সত্য কথা বলতে না পারার যন্ত্রণায় প্রতিনিয়ত ছটফট করেন মোশাররফ। একদিন হঠাৎ স্ত্রী অসুস্থ হয়ে পড়লে ডাক্তার জানান, তিনি মা হতে চলেছেন। সন্দেহ দানা বাঁধে মোশাররফের মনে-এমন গল্প নিয়ে এগিয়ে যাওয়া টেলিফিল্মটিতে অভিনয় করেছেন বাস্তব জীবনের দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। টেস্ট নামের একটি টেলিফিল্মে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাদের। নাটকটি রচনা করেছেন মোশাররফ করিম এবং পরিচালনা করেছেন রাজিব রসুল।