বাংলাদেশে জিহাদের ডাক আল কায়েদার

al kayada

al kayadaবাংলাদেশেও জিহাদের ডাক দিয়েছে আল কায়েদা। সম্প্রতি সংগঠনটির জিহাদি ফোরামে প্রকাশিত বাংলাদেশ : আ ম্যাসাকার বিহাইন্ড ও ওয়াল অফ সাইলেন্স’ শিরোনামে প্রকাশিত এক অডিও বার্তায় এই আহ্বান জানানো হয়। খবর বিবিসির।

প্রায় ২৯ মিনিটের দীর্ঘ এই অডিও-ভিডিও চিত্রের শুরুতে গত বছর মে মাসে মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশ ও সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের কিছু ছবি তুলে ধরা হয়েছে।

আরবি ভাষায় দেওয়া বার্তাটি জাওয়াহিরির বলে দাবি করা হয়েছে এবং এই বার্তা দিয়ে তৈরি এক ভিডিওতে ইংরেজি সাব-টাইটেল দেওয়া হয়েছে।

এই বার্তায় ‘ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারীদের প্রতি জিহাদ গড়ে তোলার’ আহ্বান জানানো হয়।

বার্তাটিতে বলা হয়, বাংলাদেশ এক ষড়যন্ত্রের শিকার, যাতে জড়িত ভারতীয় এজেন্টরা, পাকিস্তানের দুর্নীতিগ্রস্ত সেনানেতৃত্ব এবং বাংলাদেশ ও পাকিস্তানের বিশ্বাসঘাতক ক্ষমতালিপ্সু রাজনীতিকরা। তারা তাদের অভীষ্ট লক্ষ্য অর্জন করতে সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত। এই ষড়যন্ত্রে তারা সমান অংশীদার।