এই বয়সে ছুটাছুটি করার কথা ছিল তার, কিন্তু সেলেকা বিদ্রোহীদের ছুঁড়ে মারা গ্রেনেডে তার সেই সাধ-স্বপ্ন-সামর্থ্য কিছুই অবশিষ্ট থাকেনি। মাত্র দশ বছর বয়সে সংগ্রামের(?) অনেক বড় পাঠ নিয়েছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের এই বালক।