এভারেস্ট আরোহণে খরচ কমাবে নেপাল

mount-everest

mount-everestমাউন্ট এভারেস্টে ওঠার জন্য অনুমতি পাওয়ার খরচ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল নেপাল প্রশাসন৷ দেশের পর্যটন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আরও বেশি করে পর্যটকদের নেপালে আনার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ আগামী বছর থেকে বর্তমান রেট কমিয়ে নতুন রেট কার্যকরি করা হবে৷শনিবার দ্য অস্ট্রেলিয়ান নামক একটি অনলাইন প্রত্রিকায় এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের উচ্চতম শৃঙ্গে উঠতে গেলে এতদিন ‘লাইসেন্সিং ফি’ হিসেবে মাথাপিছু ২৫ হাজার মার্কিন ডলার দিতে হত পর্বতারোহীদের৷ কোনও পর্বতারোহী দলের সদস্যসংখ্যা দশের বেশি হলে দলকে ৭০ হাজার ডলার দিতে হত শৃঙ্গে ওঠার অনুমতি পাওয়ার জন্য৷ ঠিক হয়েছে নতুন বছর থেকে পর্বতারোহীদের অনুমতি পেতে গেলে মাথাপিছু মাত্র ১১ হাজার মার্কিন ডলার দিলেই চলবে৷

এস রহমান/