অমর একুশে গ্রন্থমেলা বিষয়ে সংবাদ সম্মেলন

Book Fair 3

Book Fair 3আগামিকাল রবিবার বিকেল ৪টায় বাংলা একাডেমি ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের চতুর্থ তলার সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান অমর একুশে গ্রন্থমেলা ২০১৪-র সার্বিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

আগামিকালের অনুষ্ঠান

আগামিকাল রবিবার বিকেল ৪টায় মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে জ্ঞানভিত্তিক সমাজ ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণে তথ্য-প্রযুক্তি শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন নজরুল ইসলাম খান। আলোচনায় অংশগ্রহণ করবেন মোস্তফা জাব্বার, তারিক সুজাত, অপরেশ বন্দ্যোপাধ্যায় এবং মাহবুব জামান। সভাপতিত্ব করবেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। সন্ধ্যায় পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসএস/সাকি