সরকার প্রশাসনকে জনগণের বিপক্ষে দাঁড় করিয়েছে: রফিকুল

  • Emad Buppy
  • February 14, 2014
  • Comments Off on সরকার প্রশাসনকে জনগণের বিপক্ষে দাঁড় করিয়েছে: রফিকুল
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

rafiqসরকার প্রশাসনকে জনগণের বিপক্ষে দাঁড় করিয়েছে বলে সরকারের প্রতি অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেন, জনগণের সাথে সরকার যে ধরনের আচরণ করছে তা কোনো গণতান্ত্রিক দলের পক্ষ থেকে আশা করা যায় না।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া কল্যাণ পরিষদ আয়োজিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল বলেন, আ.লীগ ক্ষমতায় গেলে ইতিহাস পরিবর্তন করে দিতে চায়। গণতন্ত্রের মূল ধারণা হলো দেশের সকল মানুষের অংশগ্রহণে নির্বাচন এবং জনগণের মতামতের ভিত্তিতে দেশ পরিচালনা করা।পাঁচ ভাগের কম ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করলে সেটি কোনো গণতান্ত্রিক সরকার হতে পারে না বলেও মত দেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, যুবদল সভাপতি এড. মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

এমআর/কেএফ