বাজেট হতে পারে আড়াই লাখ কোটি টাকার

আবুল মাল আব্দুল মুহিত

আবুল মাল আব্দুল মুহিতএবারের বাজেট আড়াই লাখ কোটি টাকার হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আজ শুক্রবার সকাল ১১টায় সিলেটের কুমারগাঁওয়ে বেসরকারি শাহজাহান উল্লাহ জেনারেশন পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

বিদ্যুৎ উৎপাদনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ উৎপাদনে বর্তমান সরকার খুবই সফল হয়েছে। এখন আর আগের মতো লোডশেডিং হয় না বলেও জানান  তিনি।

অর্থমন্ত্রী আরও বলেন, এই সরকার ক্ষমতায় এসে ৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করেছে। কিছুদিনের মধ্যেই তা ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে।শিগগিরই সিলেটে আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।

জিএসপি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বিএনপির প্ররোচনায় যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা নিয়ে বাংলাদেশের সঙ্গে অসদাচরণ করছে।

এ সময় অর্থমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন- শাহজাহান উল্লাহ বিদ্যুৎকেন্দ্রের চেয়ারম্যান আতাউল্লাহ সাকের, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হানিফ, সদর উপজেলা আশফাক আহমেদ প্রমুখ।

কেএফ