ফ্রি থাকা-খাওয়ার লোভে স্বেচ্ছায় কারাবরণ

  • sahin rahman
  • February 14, 2014
  • Comments Off on ফ্রি থাকা-খাওয়ার লোভে স্বেচ্ছায় কারাবরণ
prison-bars

prison-barsকারাগারে আসামিদের জন্য থাকে খাদ্য ও আবাসন সুবিধা। আর এই  সুবিধাটি পাওয়ার জন্য চীনের জেলখাটা এক ব্যক্তি ইচ্ছা করেই একটি বাসে অগ্নি সংযোগ করেছেন। যাতে করে তিনি ফের জেলে  যেতে পারেন। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

এ ঘটনায় দেশটির আদালত তাকে  ৪ বছরে কারাদণ্ড দিয়েছেন।

লোকটির নাম ওয়্যাং। বয়স আনুমানিক ৬০ বছর।

প্রতিবেদনে বলা হয়, জেল থেকে ছাড়া পাওয়ার পর দীর্ঘ দিন ধরে গৃহহারা তিনি। এ সময় ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারছিলেন না। তাই  ফ্রি খাওয়া ও থাকার সুবিধা ভোগ করার জন্য অপরাধ করার প্রতিজ্ঞা করেন। সেই প্রতিজ্ঞা ধরে গত আগস্ট মাসে বেইজিং এর ফেনটাই জেলায় একটি বাসে ওঠে পড়েন। এরপর বাসের চালকের সিটে আগুন ধরিয়ে দিয়ে চলমান বাসের যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে দেন।

তিনি মনে করেন, বাড়ি ছাড়া জেলের বাইরে জীবন কাটানো তার কাছে একেবারেই অসম্ভব। কারণ তিনি জেলকে খুব মিস করেন।

উল্লেখ্য, ওয়্যাং বিভিন্ন সময়ে চুরি ও জনসম্মুখে মারামারির জন্য এর আগেও প্রায় ৭ বার জেল খেটেছেন। একবার তো ডাকাতি করার জন্য  টানা ১৪ বছরের জেল হয় তার।

এস রহমান/কেএফ