
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে যুবলীগ কর্মী শাহাদাত হোসেন টিপুর (২৬) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চাঁদপুর গ্রামের একটি পুকুরের পাড় থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। টিপু স্থানীয় গোপালপুর গ্রামের হারুনুর রশিদ খোকার ছেলে।
জানা গেছে, বুধবার রাত ১টার দিকে এলাকাবাসী কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। কিন্তু ভয়ে কেউ বের হননি। সকালে এলাকাবাসী টিপুর গুলিবিদ্ধ লাশ একটি পুকুরের পাড়ে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো: অহিদুজ্জামান ঘটনার সতত্য নিশ্চিত করেছেন।
কেএফ