দেশে ফিরছেন ফখরুল

fokrul-254x300 চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্রে জানা যায়, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ রাত ১০টায় মির্জা ফখরুল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অবতরণ করবেন।

এর আগে চিকিৎসার জন্য রোববার রাত সোয়া ১০টায় তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

এদিকে মির্জা ফখরুল বিদেশে থাকাকালীন সময়ে ঢাকা মহানগরীতে একটা বিশেষ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে দলের চেয়ারপার্সন। সোমবার রাতে ঢাকা মহানগর নেতাদের সঙ্গে বেগম জিয়ার বৈঠক শেষে বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, “চেয়ারপার্সন তাদেরকে বলেছেন- আগামি এক মাসের মধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হবে।”

এমআর/কেএফ