
রাজধানীতে সুপারশপ স্বপ্নকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গের দায়ে এ জরিমানা করা হয়। বুধবার রাজধানীর ওয়ারিতে অবস্থিত স্বপ্নের শাখাটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান বিচারক শিলু রায়।
শিলু রায় বলেন, ওয়ারিতে অবস্থিত স্বপ্নের ওই শাখার প্রবেশপথে শেলফে সিগারেট রাখায় এই জরিমানা করা হয় বলে জানা গেছে।
এর আগে গত বছর সংশোধিত তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে তামাকজাত দ্রব্যের প্রত্যক্ষ বা পরোক্ষ বিজ্ঞাপন সংক্রান্ত প্রচারণা ও পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ করা হয়। এ বিধান লঙ্ঘন করলে অনূর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লাখ টাকা অর্থদণ্ডের শাস্তি রাখা হয়।
বিচারক শিলু জানান, সিগারেট রাখার কারণে আরেক দোকাল শরীফ জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, উন্মুক্ত স্থানে ধুমপানের জন্য চারজনকে ৩০০ টাকা করে জরিমানা করা হয়।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর তামাক নিয়ন্ত্রণ আইন লংঘনের দায়ে স্বপ্নের এই শাখাটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।