
সাতক্ষীরা জেলা সদরের চালতেতলা এলাকায় পুলিশের সঙ্গে একরামুল্লাহ বাবু (৪০) নামের একজন নিহত হয়েছে। এছাড়াও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে শহিদুল ইসলাম (৩০)। আটক করা হয়েছে কালো রঙ্গের একটি প্রাইভেট কার।
বুধবার সকালে চালতেতলা এলাকার তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটেছে।
পুলিশের দাবি একরামুল ও শহিদুল ইসলাম গাড়ি ছিনতাইকারী।
একরাম শহরের সুলতাপুরের খায়েবার সর্দারের ছেলে। মধু মোল্লারডাঙ্গি গ্রামের আবুল হোসেনের ছেলে শহীদুল।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, ঢাকার মোহাম্মদপুরের শিকদার মেডিকেল এলাকা থেকে মঙ্গলবার বিকেলে এক সেনা কর্মকর্তার গাড়ি ছিনতাই হয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সেনা কর্মকর্তার গাড়ি সাতক্ষীরায় আনা হয়েছে। বুধবার সাতক্ষীরার চালতেতলা একার তিন রাস্তা মোড়ে পুলিশ কালো রঙ্গের একটি গাড়ি দেখলে চ্যালেঞ্জ করে। এসময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি ছুড়লে দুই যুবক গুলিবিদ্ধ হন। পরে পুলিশ তাদের সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করলে একরামুল্লাহ বাবু মারা যান।