
চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা এলাকায় পুলিশ-শিবির কর্মীদের মধ্যে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ জসিম উদ্দিন এক শিবিরকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশের সাথে শিবির কর্মীদের বন্দুকযুদ্ধের ঘটনায় তিন পুলিশসহ আরও দুই শিবির কর্মী গুলিবিদ্ধ হয়।
জানা যায়, সাতকানিয়া থানার হাসমতের দোকান এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গেলে শিবিরকর্মীদের সাথে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি বন্দুক ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে ওয়ারেন্ট আসামি ধরতে সকাল সাড়ে ১১টার
দিকে হাসমতের দোকানের সামনে গেলে শিবির কর্মীরা অতর্কিত হামলা চালায়। পুলিশকে লক্ষ্য করে শিবিরের কর্মীরা কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এ সময় এক আনসার সদস্য, দুই পুলিশ সদস্য ও দুই শিবির কর্মী গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় আহতদের হাসপাতালে ভর্তি করা হলে জসিম নামে এক শিবির কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।