
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সেনানিবাসে প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাক্রমে মর্টার বিস্ফোরণে নিহত হয়েছে ২ সেনা ও ৩ বিজিবি সদস্য।
বুধবার দুপুর ১২ টার দিকে টাঙ্গাইল সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষনের সময় এ বিস্ফোরনের ঘটনা ঘটে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত সেনারা হলেন ৪ বেঙ্গলের সিনিয়র অফিসার মঞ্জুর ও ২০ বেঙ্গলের সিনিয়র ওয়ারেন্ট অফিসার পারভেজ
বিজিবি সদস্যের মধ্যে রয়েছে বিজিবির ল্যান্স নায়েক মোহাম্মদ আলী, সিপাহী আবু সুফিয়ান ও আনোয়ার হোসেন পলাশ।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির জানান, সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ চলাকালে হঠাৎ মর্টার বিস্ফোরন হয়। এতে ঘটনাস্থলে সেনা সদস্যসহ ৫ জন নিহত হয়।
তিনি জানান, আহতদেরকে ঘাটাইল সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় পাঁচজনকে হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানন্তর করা হবে।