
তেল-গ্যাস কোম্পানি মবিল-এক্সনকে টপকে বিশ্বের দ্বিতীয় দামি কোম্পানি হিসেবে উঠে এসেছে সার্চ ইঞ্জিন গুগল। মঙ্গলবার মবিলের শেয়ারের বড় দর পতনে এর বাজার মূলধন কমে যাওয়ায় শিকে ছিঁড়েছে গুগলের ভাগ্যে। খবর এএফপি’র।
দ্বিতীয় স্থান থেকে মবিলের পিছিয়ে পড়ায় শীর্ষ দুটি জায়গাই চলে এসেছে তথ্য-প্রযুক্তি খাতের কোম্পানির দখলে। বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি আইফোন-ম্যাকের অ্যাপল ইনকরপোরেশন।
সর্বশেষ তথ্য অনুসারে অ্যাপলের বাজার মূলধন ৪৭২ বিলিয়ন ডলার। গুগলের ৩৯৪ এবং মবিলের বাজার মূলধন ৩৮৮ বিলিয়ন ডলার।
শেষ কার্যদিবসে গুগলের শেয়ারের দাম দশমিক ৩৮ শতাংশ কমে ১ হাজার ১৭২ ডলার ৯৩ সেন্টে নেমে আসে। অন্যদিকে এক্সন মবিলের শেয়ারের দাম কমে ১ দশমিক ১৭ শতাংশ। দিনশেষে এর শেয়ারের দাম দাঁড়ায় ৮৯ দশমিক ৫৩ ডলার।
বিশ্লেষকদের মতে, অনলাইন বিজ্ঞাপনের প্রসারের কল্যাণে গুগলের আ হু হু করে বাড়ছে। এছাড়া গুগল আবিস্কৃত অ্যানরয়েড অপারেটিং সিস্টেম স্মার্ট ফোনের জগত নিয়ন্ত্রণ করছে। এছাড়া ট্যালেট ডিভাইসেও এর ব্যবহার বাড়ছে। আর এ কারণে দুই বছর ধরে উর্ধমুখী গুগলের শেয়ারের দাম।