১৯ লাখ গাড়ি প্রত্যাহার করছে টয়োটা

toyota

toyotaবিশ্বব্যাপী গাড়ির বাজার থেকে ১৯ লাখ প্রিয়াস হাইব্রিড মডেলের গাড়ি সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে জাপানের গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা। গাড়িটির নিরাপত্তা ব্যবস্থাতে ত্রুটি ধরা পড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। বুধবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিটির বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে,  এর মধ্যে জাপানের বাজার থেকে ১০ লাখ এবং উত্তর আমেরিকার বাজার থেকে ৭ লাখ গাড়ি সরিয়ে ফেলা হবে। আর বাকিগুলো চিনসহ মধ্যপ্রাচ্য এবং ইউরোপ থেকে সরানো হবে।

কোম্পানিটি বলছে, দূর্ঘটনার ধাক্কা সামলাতে এই মডেলের গাড়িটিতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নেই। তাছাড়া গাড়িটির গতিও অনেক কম।

উল্লেখ্য গত বছরেই টয়োটা গাড়িটিকে বাজার থেকে একবার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ২০১০ সালের দিকে তারা তাতে বিভিন্ন ধরণের সমস্যা খুঁজে পায়। কিন্তু এই গাড়ির মাধ্যেমে কোনো ধরনের দূর্ঘনার অভিযোগ না আসায় তারা সেই সময় তা কার্যকর করেনি।

অবশেষে বুধবার কোম্পানিটি বিশ্বব্যাপী গাড়ি বাজার থেকে ১৯ লাখ গাড়ি সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়।

এস রহমান/