ঢাকা ডাইংয়ের রাইট: আবেদনের সময় বাড়ায়নি বিএসইসি

  • mukto rani
  • February 12, 2014
  • Comments Off on ঢাকা ডাইংয়ের রাইট: আবেদনের সময় বাড়ায়নি বিএসইসি
dacca-dyeing

dacca-dyeingঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফেক্টারিং কোম্পানি লিমিটেডের রাইট শেয়ার আবেদনের সময় বাড়ানোর আবেদন নাকচ হয়ে গেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার প্রতিষ্ঠানটির আবেদন বাতিল করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

 

 

রাইট ইস্যুর শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় রাইট শেয়ারের আবেদনের বাড়তি সময় পেল না কোম্পানিটি।

এমআরবি/