জিএসপি সুবিধা পেতে সবগুলো শর্ত পূরণ করা হবে: বাণিজ্যমন্ত্রী

  • Emad Buppy
  • February 12, 2014
  • Comments Off on জিএসপি সুবিধা পেতে সবগুলো শর্ত পূরণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
tofayel

tofayel৩০ মার্চের মধ্যে জিএসপি সুবিধা পেতে সবগুলো শর্ত পূরণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, এর ফলে জিএসপি সুবিধা পেতে আর কোনো বাধা থাকবে না। তবে এক্ষেত্রে রাজনৈতিক ইস্যু টানা হলে আমরা কোনো দিন শর্ত পূরণ করতে পারবো না।

মার্কিন যুক্তরাষ্ট্রকে বন্ধু রাষ্ট্র হিসেবে উল্লেখ্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে তাদের আলাদা দৃষ্টিভঙ্গি থাকতে পারে। সংবিধান অনুযায়ী আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। বরং বিএনপি অজুহাত দেখিয়ে নির্বাচনে অংশহগ্রহণ করেনি।

সংবাদ সম্মেলনে আরও  উপস্থিত ছিলেন- বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, পররাষ্ট্র সচিব শহিদুল হক, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামসহ প্রমুখ।

কেএফ