
পানিসম্পদ মন্ত্রী মো. আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের স্বার্থে নয় জনগণের স্বার্থেই দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি সরকারের সাথে থেকে গঠনমূলক সমালোচনা করে দেশের উন্নয়নে অংশ নেবে। তিনি বলেন, বিরোধী দলের অর্থ শুধুই বিরোধীতা করা নয়। মন্ত্রী বলেন, গত চারটা পার্লামেন্টে বিরোধীদল কোন ভূমিকা রাখতে পারেনি। আমরা একসাথে কাজ করবো।
বুধবার বিকালে ফরিদপুর জেলা জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন কালে মন্ত্রী কথাগুলো বলেন। এ সময় জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাকি/