
ফুল ফুটুক আর নাই ফুটুক, কোকিল ডাকুক আর নাই ডাকুক, দক্ষিণা হাওয়া বইতে শুরু করুক আর নাই করুক কাল বসন্ত। আর বসন্তের প্রথম দিনে সবাই যেন বই মেলায় আসতে পারে সেজন্য বাংলা একাডেমি আগামিকাল বেলা ১২টা থেকে শুরু হবে।
বুধবার বাংলা একাডেমির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার বসন্তকে স্বাগত জানিয়ে দুপুর ১২টা থেকে বই মেলা শুরু হয়ে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।