
হিলি সীমান্তে ২১ লক্ষ টাকা মূল্যের শাড়ী কাপড় ও বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট আটক করেছে বিজিবি। আটককৃত মালামাল গুলি ধরন্দার ফকিরপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানায় বিজিবি।
বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আতাহার আলী জানান, গতকাল রাত ৯টার দিকে বিজিবি জোয়ানেরা ধরন্দার ফকিরপাড়া রেললাইনের উত্তর পাশে একদল চোরাচালানীকে ধাওয়া করলে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে বিভিন্ন ভিটামিন ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ঔষধের মূল্য ১৬ লক্ষ ৯০ হাজার টাকা। অপর দিকে একই এলাকার রেললাইনের পশ্চিম পাশ থেকে ৫০ পিচ শাড়ি কাপড় আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা। আটককৃত মালামালগুলো হিলি শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে জানিয়েছে বিজিবি।
সাকি/