
ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ভাসানচর গ্রামে মো.রিংকু শেখ (১৮) নামে এক স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কুমার নদের পাড়ের একটি ক্ষেত থেকে লাশটি উদ্ধার হয়।
নিহত রিংকু ওই ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামের ভ্যানচালক আক্কাস শেখের ছেলে। সে কোমরপুর আব্দুল আজিজ ইন্সটিটিউশনের নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় রিংকু তার চাচাতো ভাইয়ের ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে অম্বিকাপুরের গোবিন্দপুরে জসীম পল্লী মেলায় যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করে।
খোয়া যাওয়া অটোরিকশাটি শহরের গোয়ালচামট হাউজিং স্টেট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কেএফ