ফরিদপুরে সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • Emad Buppy
  • February 11, 2014
  • Comments Off on ফরিদপুরে সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
Sagar-runi-Human-Chain

Sagar-runi-Human-Chainসাগর-রুনির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবিতে ফরিদপুরে গণমাধ্যমকর্মীরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে সকাল ১০টায় আধাঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতিত্ব করেন। এ সময় সংবাদকর্মীদের সাথে বিভিন্ন শ্রেণিপেশার মানুষও মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন থেকে সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ডের বিচার দুই বছরেও না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। কর্মসূচি থেকে অবিলম্বে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

কেএফ