
২০১৩ সালে বেসরকারি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন আয় করেছে ৯ হাজার ৬৬০ কোটি টাকা। প্রতিষ্ঠানটির বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ১ শতাংশ। বর্তমানে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্য রয়েছে ৪ কোটি ৭১ লাখ। যা মোট গ্রাহকের শতকরা ৪১ দশমিক ৪ শতাংশ।
মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে গ্রামীণফোনের বার্ষিক প্রতিবেদন প্রকাশের সময় এ কথা জানানো হয়।
এ সময় ২০১৩ সালকে গ্রামীণফোনের ঘুরে দাঁড়ানোর বছর হিসেবে উল্লেখ করেন কর্মকর্তারা। রাজনৈতিক সহিসংতা হ্রাসকৃত অর্থনৈতিক কর্মকান্ডের মধ্যেও তারা যে প্রবৃদ্ধি অর্জন করেছেন তাতে তারা সন্তোষ প্রকাশ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি