
এবছর একুশে পদক-২০১৪ পাচ্ছেন ১৫ বিশিষ্ট ব্যক্তি। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এদেরকে এবছরের একুশে পদক প্রদানের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করেছে সরকার।
মঙ্গলবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবছর পদক প্রাপ্তদের মধ্যে ভাষা আন্দোলনের ক্ষেত্রে দুই জন, শিল্পকলায় চারজন, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য একজন করে এবং ভাষা ও সাহিত্যে চারজনকে পদক প্রদান করা হবে।
ভাষা আন্দোলনে এবছর পুরস্কার পাচ্ছেন শামসুল হুদা ও ডা. বদরুল আলম (মরণোত্তর)।
শিল্পকলায় পাচ্ছেন সমরজিৎ রায় চৌধুরী,রামকানাই দাশ, কেরামত মওলা এবং এস এম সোলায়মান (মরণোত্তর)। সাংবাদিকতায় এবার একুশে পদক পাচ্ছেন বিশিষ্ট সম্পাদক গোলাম সারওয়ার। গবেষণায় ড. এনামুল হক, শিক্ষায় ড. অনুপম সেন। ভাষা ও সাহিত্যে জামিল চৌধুরী,বেলাল চৌধুরী, রশীদ হায়দার, বিপ্রদাশ বড়ুয়া ও আবদুশ শাকুর (মরণোত্তর)। সমাজসেবায় একুশে পদক পাচ্ছেন অধ্যাপক ডা. মুজিবুর রহমান।