সাভারে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • Emad Buppy
  • February 10, 2014
  • Comments Off on সাভারে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
sorok durghotona

sorok durghotonaসাভারের হেমায়েতপুরে বাস চাপায় মজিবুর রহমান ওরফে আজিবুর (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে মোল্লা পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার থেকে ঢাকাগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী রাস্তার ওপর পড়ে যায়। এ সময় গাবতলী থেকে আসা সাভারগামী একটি বাস তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে সাভার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরোহী কুড়িগ্রামের রৌমারী উপজেলার আবদুল হাইয়ের ছেলে। সাভার থানার উপ-পরিদর্শক আশিষ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএফ