
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগ ও শহীদ শামসুজ্জোহা হলের সাবেক আবাসিক শিক্ষার্থী মুহাম্মদ খলিলুর রহমানের বিএ অনার্স (রোল-৪৩৬, ১৯৮৫) ও মাস্টার্স (রোল-৪০৯, ১৯৮৬) ডিগ্রি বাতিল করা হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ডিগ্রি নেওয়ায় ওই শিক্ষার্থীর ডিগ্রি বাতিল করা হয়েছে।
গত ৩০ নভেম্বরে অনুষ্ঠিত ২৩৪তম শিক্ষা পরিষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৩-২৪ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪৫০তম সভার অনুমোদনক্রমে ওই শিক্ষার্থীর ডিগ্রি বাতিল করা হয়। বিশ্ববিদ্যালয় জনসংযোগ প্রশাসক প্রফেসর ইলিয়াস হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি আরও জানান, মুহাম্মদ খলিলুর রহমানকে আগামি ১৫ দিনের মধ্যে তার প্রভিশনাল সার্টিফিকেট বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যাথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।