
দীর্ঘ তিনমাস দেন-দরবারের পর অবশেষে নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সুশীল কৈরেলা। সোমবার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে জয়ী হয়ে দেশটির ষষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। খবর দ্য হিন্দুর।
গত নভেম্বরে পার্লামেন্ট নির্বাচনে কোনো দল প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হওয়ার সাংবিধানিক অচলাবস্থা তৈরি হয় হিমালয়ের কন্যা নামে পরিচিত অবস্থিত এই দেশটিতে। পরবর্তীতে প্রধান দলগুলো নিজেদের মধ্যে একাধিক আলোচনার পরেও প্রধানমন্ত্রী নির্বাচনে ব্যর্থ হওয়ায় নেপালে সরকার গঠন অনিশ্চিত হয়ে পড়ে।
সাংবিধানিক বাধ্যবাদকতার শেষ মুহূর্তে এসে ইউএমএল এর সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন নেপালি কংগ্রেসের প্রধান সুশীল কৈরেলা। নেপালের পার্লামেন্টে অনুষ্ঠিত সর্বশেষ ভোটে মাওবাদীদের বিরোধিতা সত্ত্বেও ৫৫৮ জনের মধ্যে ৪০৫ জনের সমর্থন দেওয়াতে তাকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেন পার্লামেন্টের স্পিকার সুরিয়া বাহাদুর থাপা।
উল্লেখ্য, ১৯৩৯ সালে পূর্ব নেপালে জন্মগ্রহণ করেছিলেন সুশীল কৈরেলা। কিন্তু ১৯৬০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরেলার আত্মীয় হওয়ার কারণে নেপালি রাজার আগ্রাসনের মুখে পড়ে পরিবারের সাথে ভারতে পালিয়ে যান তিনি। পরবর্তীতে ভারতের বেনারস থেকে মানবিক বিষয়ের উপর লেখাপড়া সম্পন্ন করেন তিনি। ৩০ বছর বয়সে বিমান ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে সাত বছরের জেলও হয়েছিল তার।