
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে দুদকের একটি মামলায় ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার সকালে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম সরকার ও মোশাররফের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
উল্লেখ্য, খন্দকার মোশাররফ মন্ত্রী থাকাকালে ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা মানিলন্ডারিংয়ে জড়িত ছিলেন। এমন অভিযোগে তার বিরুদ্ধে গত ৬ ফেব্রুয়ারি রমনা থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক নাসিম আনোয়ার। মামলা নং-১৩।
এমআর/কেএফ