
ব্রাহ্মণবাড়িয়ার গঙ্গাসাগর এলাকায় মালগাড়ি লাইনচ্যুত হয়ে প্রায় ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ ফের চালু হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি সাঈদুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়ার গঙ্গাসাগর এলাকায় রোববার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে রাজধানী ও সিলেটের সঙ্গে চট্টগ্রাম বন্দর নগরীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এরপরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি সরিয়ে নিলে এবং কুমিল্লা থেকে আসা প্রকৌশলীরা লাইন মেরামত করলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।