
রেকর্ড ডেট থাকায় প্রকৌশল খাতের এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের লেনদেন বন্ধ থাকবে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বর্তমানে এই কোম্পানির মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ১৩ দশমিক ৫৬।
‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এই কোম্পানির শেয়ারের মধ্যে ৪৮ দশমিক ৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকের হাতে, ৮ দশমিক ৫৩ শতাংশ শেয়ার রয়েছে প্রতিষ্ঠানের হাতে এবং ৪২ দশমিক ৯৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
এমআরবি/